[প্রত্যেকটি লেখা সরাসরি আপনার মেলে পেতে চাইলে, ডান দিকের কলমে "ফলো করুন" 👉
বক্সটি ক্লিক করে নিজের নাম ও মেল আইডি রেজিস্টার করে নিন]
[আরেকটি অণু গল্প পাশের সূত্রে পড়া যাবে "পুরানা বিক্রি"]
রাম দৌড়তে দৌড়তে এসে হাঁফিয়ে
থামল, বলল, “ওগো বাবাগো, ঝোপ থেকে বেরিয়ে, এত্তো বড়ো কী একটা এসে আমার পায়ে কুটুস
কামড়ে দিল”!
যদু বলল, “কী একটা কি রে? কী
কামড়াল, তাকিয়ে দেখিসনি?”
“মাথাটা ঘুরে উঠতে, দেখতে আর পেলাম
কই? তবে রঙটা যেন গেরুয়া...”
মধু বলল, “আমাকেও সেদিন ঘাড় নেড়ে নেড়ে
মুখ ভেঙাচ্ছিল...তবে তার রঙ ছিল সবুজ”।
শ্যাম বলল, “উঁহু, লাল। গত মঙ্গলবার
হাটে যাওয়ার সময়, সামনের রাস্তাটা কেটে দিয়ে পাশের ঝোপে ঢুকে পড়ল, আর আমিও ঘাসের ডগায় হোঁচট খেয়ে পড়লাম আর বাঁ-পায়ের গোড়ালি মচকালাম”।
যদু বলল, “ধুর ব্যাটা, ওটা তো
গিরগিটি। আগে “বহুরূপী” বলে খুব নাম করেছিল। এখন আমাদের দেখে হিংসেয় জ্বলছে, রঙ
বদলানোয় আমরা বেশ ক'বছর হল, ওদের হারিয়ে দিয়েছি যে!”
--০০--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন