শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

পুরানা বিক্রি (অণু গল্প)

 

    পুজোর আগে ঘরদোর সাফ করাটা সংসারের একটা বড় কাজ। দেয়ালে, সিলিংয়ে, পাখার ব্লেডের ঝুল ঝাড়া। আচারের শিশি, সসের বোতল জমে উঠেছে খাবার টেবিলের একধারে। সব ফেলতে হবে। অপ্রয়োজনীয় অবান্তর জিনিষ - সব বাতিল। ও হ্যাঁ, গতবার মায়ের ভোগ কিনে খাওয়া হয়েছিল, ওরা দিয়েছিল মাটির নকশা করা পাতিল  – সেটাও এবার বাতিল। পুরোনো খবরের কাগজগুলোর গতি করতে ডাকলাম পুরোন কাগজ বিক্রিওয়ালাকে। বারো কেজি কাগজ, সঙ্গে ছ কেজি বই।

কাগজওয়ালা তার বিশাল বস্তায় ভরে নিল সবকিছু, গেঁজ থেকে টাকা বের করতে করতে জিজ্ঞাসা করল, “পুরোনো লোহা-লক্কড় নেই?” না । “পুরোনো ঘড়ি, ইনভার্টার নেই”? “না নেই”। “পুরোন মেরুদণ্ড?” 

“পুরোন মেরুদণ্ডও বিক্রি হয়? কত দাম পাওয়া যাবে?” 

--০০--         

২টি মন্তব্য:

নতুন পোস্টগুলি

পায়রা

  [গল্পটি শোনাও যাবে "ঋতুযানের অদ্ভূত গল্প" সিরিজ - ইউটিউবের এই চ্যানেলে,  পায়রা  ]   ভোর সাড়ে ছটায় মোবাইলের আওয়াজে স্বপনের ঘুম ভে...